 
                         
                    
                                            
                        
                             
                        
লালমনিরহাটের আদিতমারীতে অনুমোদনহীন ৪টি ইটভাটায় অভিযান চালিয়ে ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছেন উপজেলা প্রশাসন। সেই সাথে ওই ৪টি ইটভাটায় ৫ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত। এসময় টার্সফোর্স কমিটি, পরিবেশ অধিদফতর ও ফায়ার সার্ভিসের দল উপস্থিত ছিলেন।
জরিমানা ও বন্ধ ঘোষণা করা ইটভাটাগুলো হলো: উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের পূর্ব দৈলজোড় গ্রামের ওয়ান স্টার ব্রিকস (জরিমানা ২ লাখ টাকা), জেআর ব্রিকস (২০ হাজার টাকা), পশ্চিম ভেলাবাড়ি গ্রামের সান টু ব্রিকস (১ লাখ টাকা) ও খাতাপাড়া এলাকার এলএস ব্রিকস (২ লাখ টাকা)। একইসঙ্গে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এসব ভাটার ইট তৈরি পোড়ানোসহ সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত ইত্তেফাককে জানান পৃথক অভিযানে ভাটা মালিকরা বৈধ কাগজ দেখাতে ব্যর্থ হওয়ায় চারটি ভাটা মালিকের ৫ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ইট তৈরি ও পোড়ানোসহ সব ধরনের কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

