জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রশাসনে ফ্যাসিস্ট সরকারের ঘাপটি মেরে থাকা ডিসি-এসপিদের উৎখাতসহ যৌক্তিক সংস্কারের পর নির্বাচন চাই। অন্তর্বর্তী সরকারপ্রধানের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা করুন। তাতে যতটুকু সময় লাগে জামায়াতে ইসলামী সময় দেবে। যদি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য ১৫ বছর অপেক্ষা করতে পারি, তাহলে একটা ভালো নির্বাচনের জন্য দুই-চার মাস আগে হলো কী পরে হলো এটা গুরুত্বপূর্ণ নয়। আমাদের নিশ্চিত করতে হবে আগামী নির্বাচন নিরপেক্ষ হবে কি না।
শনিবার ভোলায় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধ থেকে আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। ঐক্যের ভিত্তিতে যখন অন্তর্বর্তী সরকার নির্বাচনের কাজ শুরু করেছেন, তখন আমরা দেখতে পাচ্ছি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। যত ষড়যন্ত্রই হোক না কেন, আমরা মাথা ঠান্ডা রেখে লক্ষ্যে পৌঁছাতে চাই।
কেন্দ্রীয় মজলিশে শূরা ও ভোলা জেলা আমির মুহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়ায্যম হোসেন হেলাল, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রশিবির সভাপতি ড. আ জ ম ওয়ায়েদুল্লাহ, কেন্দ্রীয় মজলিশে শূরা ও বরিশাল অঞ্চল টিম সদস্য একেএম ফখরুদ্দিন খান রাযী, জেলা জামায়াতের সাবেক আমির ফজলুল করিম, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম, উপজেলা আমির আবুল কাসেমসহ জেলার অপর ৬ উপজেলার জামায়াত নেতারা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা সেক্রেটারি হারুন অর রশিদ।