অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে দুপুরে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায়। সেমিফাইনালে পা রাখতে যেখানে জয়ের বিকল্প নেই বাংলাদেশের মেয়েদের সামনে।
এর আগে, মালয়েশিয়ায় গ্রুপপর্বের তিন ম্যাচের দুটোতে জিতে সুপার সিক্সে পা রাখে বাংলাদেশ। গ্রুপপর্বে হারায় নেপাল ও স্কটল্যান্ডকে। সুযোগ ছিল গ্রুপপর্বের আরেক প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকেও। তবে শেষ পর্যন্ত হারানো যায়নি অজিদের।
শেষ ওভারে নাটকীয়ভাবে বাংলাদেশকে হারিয়ে দেয় অজিরা। অবশ্য তাতে সুপার সিক্সে যাওয়া আটকে থাকেনি বাংলাদেশের। এখন সুযোগ সুপার সিক্সের দুই ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করা।
সুপার সিক্সের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। এরপর আগামী ২৮ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ভারত অবশ্য গ্রুপপর্বে হারেনি এক ম্যাচও।
দলটি হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, মালয়েশিয়া ও শ্রীলংকাকে। বেশ দাপুকে ক্রিকেটও খেলেছে দলটি। এই দলটির বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি তাই বেশ চ্যালেঞ্জিংই হতে যাচ্ছে।