০৬ ফেব্রুয়ারী ২০২৫, বৃহস্পতিবার, ০৫:৪৮:৪০ অপরাহ্ন
রাজশাহী বহুমুখী বালিকা বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত
  • আপডেট করা হয়েছে : ০৬-০২-২০২৫
রাজশাহী বহুমুখী বালিকা বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত

রাজশাহীর ঐতিহ্যবাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে দুই দিনব্যাপী পিঠা উৎসব। বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২৫) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে এ উৎসবের উদ্বোধন করা হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি। এছাড়াও বিদ্যালয়ের সভাপতি ও রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান, সিনিয়র শিক্ষক ফরহাদ আহমেদসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


বিদ্যালয়ের কড়াই চত্বরে আয়োজিত এ উৎসবে শিক্ষার্থীদের হাতে তৈরি বাহারি পিঠার মনোমুগ্ধকর প্রদর্শনী দেখা যায়। স্টলজুড়ে ছিল বকুল পিঠা, পুলি পিঠা, গোলাপ পিঠা, বউপিঠা ও চন্দ্র পুলি পিঠাসহ নানা স্বাদের ঐতিহ্যবাহী পিঠার সমাহার। এসব সুস্বাদু পিঠা দেখতে স্টলগুলোতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়।


বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এ পিঠা উৎসব শিক্ষার্থীদের সৃজনশীলতা ও ঐতিহ্যের সঙ্গে সংযোগ স্থাপনের দারুণ এক উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে।

শেয়ার করুন