রাজশাহীর ঐতিহ্যবাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে দুই দিনব্যাপী পিঠা উৎসব। বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২৫) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে এ উৎসবের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি। এছাড়াও বিদ্যালয়ের সভাপতি ও রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান, সিনিয়র শিক্ষক ফরহাদ আহমেদসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের কড়াই চত্বরে আয়োজিত এ উৎসবে শিক্ষার্থীদের হাতে তৈরি বাহারি পিঠার মনোমুগ্ধকর প্রদর্শনী দেখা যায়। স্টলজুড়ে ছিল বকুল পিঠা, পুলি পিঠা, গোলাপ পিঠা, বউপিঠা ও চন্দ্র পুলি পিঠাসহ নানা স্বাদের ঐতিহ্যবাহী পিঠার সমাহার। এসব সুস্বাদু পিঠা দেখতে স্টলগুলোতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়।
বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এ পিঠা উৎসব শিক্ষার্থীদের সৃজনশীলতা ও ঐতিহ্যের সঙ্গে সংযোগ স্থাপনের দারুণ এক উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে।