২২ ফেব্রুয়ারী ২০২৫, শনিবার, ০২:১৪:৩৮ অপরাহ্ন
পদ্মার চরে মিলল মিন্টুর লা'শ: এলাকাজুড়ে চাঞ্চল্য
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ২১-০২-২০২৫
পদ্মার চরে মিলল মিন্টুর লা'শ: এলাকাজুড়ে চাঞ্চল্য

রাজশাহী মহানগরীর পদ্মার পাড়ে সীমান্ত অবকাশের চরে এক ব্যক্তির লা'শ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নিহতের নাম মিন্টু, যার বাড়ি মতিহার থানার মির্জাপুর এলাকায় বলে জানা গেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে পদ্মার চর এলাকায় কিছু মানুষ হাঁটতে গেলে তারা লা'শটি পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশে খবর দিলে আইনশৃঙ্খলা বাহিনী এসে ঘটনাস্থল ঘিরে ফেলে এবং মরদেহটি উদ্ধার করে।


প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড না দুর্ঘটনা, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য লা'শ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।


এদিকে, নিহতের পরিবার ও স্বজনদের কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।


পুলিশ জানিয়েছে, ঘটনাটি গভীরভাবে তদন্ত করা হচ্ছে এবং মিন্টুর মৃত্যুর প্রকৃত কারণ জানতে তার পরিচিতদের জিজ্ঞাসাবাদ করা হবে।

শেয়ার করুন