০৩ মার্চ ২০২৫, সোমবার, ১০:৩২:৪৩ অপরাহ্ন
উমরাহ পালন করলেন মেহবিশ হায়াত
  • আপডেট করা হয়েছে : ২৭-০২-২০২৫
উমরাহ পালন করলেন মেহবিশ হায়াত

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মেহবিশ হায়াত উমরাহ পালন করেছেন। পবিত্র মক্কা থেকে তার এই  আধ্যাত্মিক যাত্রার একটি ঝলক নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। 


ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ভিডিওতে দেখা যায়, হায়াত প্রার্থনা করছেন এবং এর পরেই ক্যামেরা মসজিদুল হারামের দিকে প্যান করেছেন। 


অভিনেত্রী পোস্টে কোনো ক্যাপশন দেননি, মসজিদের দৃশ্যগুলোকে যেন কথা বলার সুযোগ দিয়েছেন। 


এদিকে, দীর্ঘ সাত বছরের বিরতির পর মেহবিশ হায়াত ছোট পর্দায় ফিরে আসছেন।


পাকিস্তান এবং আন্তর্জাতিকভাবে সম্মানিত অভিনয়শিল্পী হায়াত শুধু তার অভিনয় দক্ষতার জন্যই নয়, বিনোদন জগতে তার শক্তিশালী উপস্থিতি এবং কাজের প্রতি তার একাগ্রতা দিয়েও নিজের বিশেষ স্থান তৈরি করেছেন।


শেয়ার করুন