২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০৯:১৭:২৩ পূর্বাহ্ন
খেরসনের দিকে গেছে রুশ সেনাদের বিশাল বহর
  • আপডেট করা হয়েছে : ২৬-০৭-২০২২
খেরসনের দিকে গেছে রুশ সেনাদের বিশাল বহর

ইউক্রেনের সেনাবাহিনী তাদের নিয়মিত আপডেটে মঙ্গলবার জানিয়েছে, দখলকৃত খেরসনের দিকে রুশ সেনাদের কয়েকটি বহর গেছে।



এ বহরে সেনাদের পাশাপাশি অসংখ্য সামরিক সরঞ্জারমও রয়েছে। যেগুলো মেলিতোপোলের দিকে যাচ্ছিল। এগুলোর গন্তব্য হলো খেরসন। 


টেলিগ্রামে এ ব্যাপারে ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, স্থানীয় সময় সোমবার রাত ১০টার দিকে প্রথম বহরটি যায়। সেই বহরে অন্তত ২৫টি এয়ারবোর্ন যুদ্ধ যান ছিল।


রাত ১২টার কাছাকাছি সময়ে ট্যাংকের একটি বহর এবং সেনা বহনকারী যানের বহর নোভোপাইলাইভকা দিয়ে  যায়। 


ইউক্রেনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, রাত ২টার দিকে নোভি মেলিতোপোল দিয়ে যায় তৃতীয় বহরটি। এই বহরে ছিল ওয়াস্প আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। 


এদিকে গত কয়েকদিন ধরে খেরসন পুনর্দখল করার পরিকল্পনা করছে ইউক্রেন। এজন্য প্রস্তুতিও নিচ্ছে তারা। 


এরই মধ্যে হিমার্স রকেট লঞ্চার ব্যবহার করে খেরসনে কয়েকবার হামলাও চালিয়েছে ইউক্রেন। এরপরই সেখানে নিজেদের সামরিক শক্তি বাড়াতে নতুন বহর নিয়ে গেছে রাশিয়া। 

শেয়ার করুন