১১ মার্চ ২০২৫, মঙ্গলবার, ১১:৪২:৩২ অপরাহ্ন
দেশের মানুষের জন্য নিরলস কাজ করে যাচ্ছে জামায়াতে ইসলামীঃ রফিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ১১-০৩-২০২৫
দেশের মানুষের জন্য নিরলস কাজ করে যাচ্ছে জামায়াতে ইসলামীঃ রফিকুল ইসলাম

দেশের মানুষের জন্য নিরলস কাজ করে যাচ্ছে জামায়াতে ইসলামী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী অঞ্চল সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম। সোমবার (১০ মার্চ) রাজশাহী জেলা শাখার উদ্যোগে মসজিদ মিশন একাডেমীতে সকাল ১০টায় জামায়াতের উপজেলা/পৌরসভা শুরা সদস্য সম্মেলন-২০২৫ অনুষ্ঠিনে প্রধান অতিথি হিসেবে হিসেবে তিনি এসব কথা বলেন। 


প্রধান অতিথি আরোও বলেন, বিগত বছরে বাতিল শক্তি আমাদের উপর চরম জুলুম নির্যাতন করলেও এই ময়দানে ইকামাতে দ্বীনের কাজ বন্ধ করতে পারেনি। জামায়াতে ইসলামী এদেশে গণমানুষের প্রাণের সংগঠন হিসেবেই পরিচিত। মানুষ এখন দলে দলে জামায়াতের সহযোগী হয়ে উঠছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ রক্ষা ও শান্তি প্রতিষ্ঠায় মানুষ এখন সৎ লোক খুঁজে বেড়াচ্ছে মানুষ, আর সেই সৎ লোক জামায়াতের মধ্যে আছে এ কথাও জনগণ বুঝে গেছে। 


অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, সংগঠন পরামর্শের ভিত্তিতে কাজ বাস্তবায়ন করে থাকে। আর মজলিসে শুরার সদস্যগণ পরামর্শ প্রদান করে সংগঠনের কাঙ্খিত মানে পৌঁছানোর জন্য সর্বাত্মক সহযোগীতা করে থাকেন। তাই শুরা সদস্যদের তাদের দায়িত্ব ব্যাপারে সচেতন বাড়াতে হবে। 


তিনি আরোও বলেন, আমাদের দায়িত্বশীলদের জ্ঞানের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। বিনয় ও আন্তরিকতার মাধ্যমে মানুষের হৃদয়ের কাছাকাছি যেতে হবে। তাদের বিপদে-আপদে পাশে দাঁড়াতে হবে। আমাদের শুধু জামায়াতের নেতা নই, আমাদের নিজ ময়দানে সকল শ্রেণী পেশার মানুষের নেতায় পরিণত হতে হবে। সামাজিক ও রাজনৈতিক নেতৃত্বে ভূমিকা রাখতে হবে। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সামনে থেকে নেতৃত্ব প্রদান করতে হবে। আর এই কাজকে জনগণের নিকট পৌঁছে দেওয়ার জন্য মজলিসে শুরা সদস্যদের গঠনমূলক ভূমিকা পালন করতে আহ্বানও জানান তিনি। 



অনুষ্ঠানে রাজশাহী জেলা সেক্রেটারি গোলাম মুর্তজার পরিচালনায় এবং জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেকের সভাপতিত্বে নির্ধারিত বিষয়ের উপর আলোচনা রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামী স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ্ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়বে আমীর অধ্যাপক মইনুল হোসেন, মাওঃ আব্দুল খালেক প্রমুখ। 


সম্মেলনে বক্তারা বলেন, ইসলামী আন্দোলনে পরামর্শ সভার গুরুত্ব অপরিসীম। শুরা সদস্যদের সেই গুরুত্বের প্রতি খেয়াল রেখে কাজ করতে অনুরোধ করেন। উক্ত সম্মেলন থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে যৌক্তিক সময়ে সংস্কার করে স্থানীয় নির্বাচনের পর জাতীয় নির্বাচন প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবীও জানানো হয়।


শেয়ার করুন