১৭ মার্চ ২০২৫, সোমবার, ১২:০২:১৬ পূর্বাহ্ন
থানায় শারীরিক নির্যাতনের যে বর্ণনা দিলেন অভিনেত্রী রান্যা
  • আপডেট করা হয়েছে : ১৬-০৩-২০২৫
থানায় শারীরিক নির্যাতনের যে বর্ণনা দিলেন অভিনেত্রী রান্যা

সোনা পাচারের অভিযোগে সপ্তাহদুয়েক আগে দুবাই থেকে ফেরার সময় ভারতের বেঙ্গালুরু বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছিলেন কন্নড় অভিনেত্রী রান্যা রাও। তল্লাশিতে তার পোশাক এবং বেল্টের ভেতর থেকে বেরিয়েছিল অন্তত ১৪ কেজি সোনা।


হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, গ্রেপ্তার করে তাকে হেফাজতে নেওয়ার পর অকথ্য অত্যাচার করার অভিযোগ করেছেন তিনি। রাজস্ব গোয়েন্দা অধিদফতরের (ডিআরআই) বিরুদ্ধে এমনটাই অভিযোগ এনেছেন রান্যা রাও।


এ বিষয়ে ডিআরআইয়ের এডিজির কাছে লিখিত অভিযোগও জানিয়েছেন।

রান্যার অভিযোগ, মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে তাকে। হেফাজতে থাকাকালীন তার ওপর শারীরিক এবং মানসিক অত্যাচার চালানো হয়েছে। রান্যার কথায়, ‘গ্রেপ্তারের মুহূর্ত থেকে আদালতে হাজির করানো পর্যন্ত একাধিকবার আমাকে শারীরিক নিগ্রহ করা হয়েছে।


জেরার নামে ১০-১৫ বার চড় মেরেছেন তদন্তকারীরা। এর পরেও আমি তাদের লিখিত বিবৃতিতে সই করতে রাজি হইনি। কিন্তু তাতে উল্টো শারীরিক নির্যাতনের মাত্রা আরো বেড়ে যায়। শেষমেশ আমাকে ৫০-৬০টি টাইপ করা পৃষ্ঠা এবং প্রায় ৪০টি সাদা পাতায় স্বাক্ষর করতে বাধ্য করেন ডিআরআই কর্মকর্তারা।

 


এ ছাড়াও রান্যা জানিয়েছেন, গ্রেপ্তারের পর টানা ২৪ ঘণ্টা তাকে কোনো খাবার কিংবা পানি দেওয়া হয়নি। ঘুমাতেও দেওয়া হয়নি। একটানা চলেছিল জিজ্ঞাসাবাদ। 


শেয়ার করুন