২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১২:৫৫:০২ অপরাহ্ন
হরতাল-অবরোধে পুড়েছে ২৭০ যানবাহন
  • আপডেট করা হয়েছে : ১২-১২-২০২৩
হরতাল-অবরোধে পুড়েছে ২৭০ যানবাহন

বিএনপির ডাকা হরতাল-অবরোধের দেড় মাসে সারা দেশে ২৭০টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর থেকে এসব ঘটেছে বলে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে।


মঙ্গলবার দুপুরে ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার বলেছেন, ২৮ অক্টোবর থেকে ১২ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তরা সারা দেশে অগ্নিসংযোগের বিভিন্ন ঘটনায় ২৭০টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।


তিনি বলেন, আগুনে পোড়ানো যানবাহনের মধ্যে বাস ১৬৮টি, ট্রাক ৪৪টি, কভার্ডভ্যান ২৩টি, মোটরসাইকেল ৮টি ও অন্যান্য গাড়ি ২৭টি রয়েছে।


এর মধ্যে ১১ ডিসেম্বর সকাল ৬টা থেকে ১২ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত সাতটি অগ্নিসংযোগের খবর পাওয়ার তথ্য দিয়ে শাহজাহান শিকদার বলেন, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এসব ঘটনায় ৬টি বাস ও ১টি পরিত্যক্ত প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়েছে আর প্রত্যেকটি ঘটনায় আগুন নেভাতে ২টি করে ইউনিট কাজ করেছে।


শেয়ার করুন