আগামী ২৫ জুন (শনিবার) সাপ্তাহিক ছুটির দিনে ব্যাংক খোলা থাকবে। হজ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ব্যাংকের সংশ্লিষ্ট শাখা/উপশাখাগুলো এদিন পূর্ণদিবস খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তার প্রতি এই নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করা হয়েছে কেন্দ্রীয় ব্যাংক থেকে।
সার্কুলারে বলা হয়, ‘২২ জুন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আবেদনের প্রেক্ষিতে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে হজ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ব্যাংকের সংশ্লিষ্ট শাখা/উপশাখাগুলো সীমিত সংখ্যক লােকবলের মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ২৫ জুন সাপ্তাহিক ছুটির দিন পূর্ণদিবস খােলা রাখার বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলাে। ’
‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশ জারি করা হলাে।’