৩১ মার্চ ২০২৫, সোমবার, ০৯:১৫:৫১ অপরাহ্ন
রাজশাহীতে যথাযযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
  • আপডেট করা হয়েছে : ২৬-০৩-২০২৫
রাজশাহীতে যথাযযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনায় ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ পালিত হয়েছে। বুধবার সকাল ৬.০৪ মিনিটে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অবস্থিত শহিদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, এনডিসি।

এছাড়া দিবসটি উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে নগর ভবনসহ ওয়ার্ড কার্যালয় ও কর্পোরেশনের অন্যান্য স্থাপনাসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বাদ যোহর জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতির কামনা করে মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া/প্রার্থনা করা হয়। এছাড়া নগরভবন আলোকসজ্জিতকরণসহ নগরীর বিভিন্ন সড়ক, সড়ক দ্বীপসমূহ জাতীয় ও রঙিন পতাকা দ্বারা সজ্জিতকরণ করা হয়।

রাজশাহী জেলা পরিষদের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে ২৬ মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উদযাপন করেছে রাজশাহী জেলা পরিষদ। আজ বুধবার রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণে শহীদ স্মৃতিস্তম্ভে প্রথম প্রহরে পুস্পস্তবক অর্পণ করেন রাজশাহী জেলা পরিষদ প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) (যুগ্মসচিব) মোহাম্মদ হাবিবুর রহমান ও রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু: রেজা হাসান। পুস্পস্তবক অর্পণ শেষে সূর্যোদয়ের সাথে সাথে জেলা পরিষদের অফিস চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুঃ রেজা হাসান সহকারী প্রকৌশলী এ. কে. এম আনোয়ার হোসেন, প্রধান সহকারী এস. এম. আল মতিন, হিসাব রক্ষক খ. মু. মোস্তাফিজুর রহমান, উপ সহকারী প্রকৌশলী (অঃদাঃ) মো: আলেফ আলী, উচ্চমান সহকারী মোঃ আইয়ুবুর রহমান-সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

শিক্ষা বোর্ড রাজশাহীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

বুধবার সকাল ০৬.২০ টায় স্বাধীনতার বীর শহিদদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করে রাজশাহী শিক্ষা বোর্ড চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ০৬.৩০ টায় চেয়ারম্যান মহোদয় রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে নিউ গভ. ডিগ্রী কলেজ, রাজশাহী’র শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধে সকল শহিদদের স্মরণে ১.০০ মিনিট নীরবতা পালন এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। বেলা ১২.০০ টায় রাজশাহী শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান প্রফেসর আ. ন. ম. মোফাখখারুল ইসলাম অ¯’ায়ী কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।

বাদ আছর মহান স্বাধীনতায় শাহাদৎ বরণকারী সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে শিক্ষা বোর্ড মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রাকাব’র শ্রদ্ধা নিবেদন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দেশের জন্য আত্মোৎসর্গকারী সকল শহিদের প্রতি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পক্ষ থেকে জেলা প্রশাসন, রাজশাহী’র শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন প্রধান কার্যালয়ের প্রশাসন মহাবিভাগের মহাব্যব¯’াপক মোঃ আতিকুল ইসলাম। এসময় ব্যাংকের প্রধান কার্যালয়; প্রশিক্ষণ ইনস্টিটিউট; বিভাগীয় কার্যালয়, রাজশাহী; বিভাগীয় নিরীক্ষা কার্যালয়, রাজশাহী; এসইসিপি, রাজশাহী; ¯’ানীয় মুখ্য কার্যালয়, রাজশাহী এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপ¯ি’ত ছিলেন। এছাড়াও রাকাব অফিসার্স এসোসিয়েশন, রাকাব জাতীয়তাবাদী কর্মচারী পরিষদ এবং রাকাব এসইসিপি পৃথক পৃথক ভাবে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।


শেয়ার করুন