রাজশাহীর তানোরে গাজাঁ সেবনের সময় ২ জনসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ।
সোমবার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত হলেন, কলমা ইউপির অমৃতপুর গ্রামের নাদের শেখের পুত্র আতিকুর রহমান (২০) ও একই গ্রামের আব্দুল লতিফের পুত্র সোহেল রানা (৩০) গাজাঁ সেবনের তাদেরকে নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
এঘটনায় তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
অপর দিকে একটি নিয়মিত মামলার আসামী বনকেশর গ্রামের মৃত মুনসি মুর্মুর পুত্র শ্রী বিশ্বনাথ মুর্মু (৩৩), একই গ্রামের মৃত ডডে মার্ডির পুত্র শ্রী মোহন মার্ডি (৪০) মৃত রুবি হেমরমের পুত্র শ্রী মহাশয় হেমরম (৩৮)।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, পৃথক পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।