১৭ মার্চ ২০২৫, সোমবার, ০২:৪৯:২৩ পূর্বাহ্ন
সারাদেশে দিন-রাতের তাপমাত্রা বাড়তে পারে
  • আপডেট করা হয়েছে : ১৬-০৩-২০২৫
সারাদেশে দিন-রাতের তাপমাত্রা বাড়তে পারে

দেশে আজ দিন-রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সেইসঙ্গে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।


রোববার (১৬ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা জানানো হয়েছে।


আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেইসঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।


আগামীকাল সোমবার (১৭ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারাদেশে দিনের সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


এছাড়া, আগামী চারদিনে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।


গতকাল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে কুষ্টিয়ার কুমারখালিতে। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস।


শেয়ার করুন