৩১ মার্চ ২০২৫, সোমবার, ০৯:১৫:৫১ অপরাহ্ন
রাজশাহী কলেজে কর্মরত কর্মচারীদের মাঝে ঈদ সমগ্রী বিবতরণ ছাত্রশিবিরের
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ২৮-০৩-২০২৫
রাজশাহী কলেজে কর্মরত কর্মচারীদের মাঝে ঈদ সমগ্রী বিবতরণ ছাত্রশিবিরের

রাজশাহী কলেজে কর্মরত সকল কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী কলেজ শাখা ।


শুক্রবার ( ২৮ মার্চ) বেলা ১১ টায় রাজশাহী কলেজ গ্রন্থাগার এর সামনে এ উপহার বিতরণ করা হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।


উক্ত ঈদ উপহার বিতরণ কর্মসূচিতে  রাজশাহী কলেজ শাখা ছাত্রশিবিরের  সভাপতি মাহমুদুল হাসান মাসুম এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের  অন্যতম  সদস্য রাজশাহী মহানগরের সভাপতি  মোহা: শামীম উদ্দীন। 


এছাড়াও  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ শাখার সাবেক সভাপতি আসাদুজ্জামান জুয়েল ও কলেজ শাখার অন্যান্য নেতৃবৃন্দ।


কর্মচারীদের কষ্টের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং ঈদের আনন্দ ভাগাভাগি করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটি।


এ বিষয়ে রাজশাহী কলেজ শাখা ছাত্রশিবিরের  সভাপতি মাহমুদুল হাসান মাসুম বলেন, 'কলেজের কর্মচারীরা আমাদের পরিবারেরই অংশ। তাঁদের অক্লান্ত পরিশ্রমে ক্যাম্পাস সচল থাকে। সম্মান ও কৃতজ্ঞতা জানাতে এবং ঈদের আনন্দ ছড়িয়ে দিতে প্রতি বছরই আমরা এ উদ্যোগ নিই। এটি শুধু উপহার নয়, ভালোবাসা ও সম্প্রীতির প্রকাশ।'

শেয়ার করুন