১৩ এপ্রিল ২০২৫, রবিবার, ০১:২১:০৭ পূর্বাহ্ন
এবার যা বললেন ম্যারাডোনার চিকিৎসক
  • আপডেট করা হয়েছে : ১০-০৪-২০২৫
এবার যা বললেন ম্যারাডোনার চিকিৎসক

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর দিয়েগো ম্যারাডোনাকে বাসায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত ছিল ভুল। শুনানিতে সাক্ষ্য দিতে এসে একথা বলেছেন এক চিকিৎসক। ম্যারাডোনার মৃত্যু তার চিকিৎসকদের অবহেলার কারণে হয়েছে, এই অভিযোগ আনা সাতজন চিকিৎসকের বিরুদ্ধে। তারা সবাই ম্যারাডোনার চিকিৎসায় নিয়োজিত ছিলেন।


বুয়েনস এইরেসের একটি আদালতে বিচার চলছে। ২০২০ সালের ২৫ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনার।


১৯৮৬ বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক ম্যারাডোনার পরিবার তাকে হত্যার অভিযোগ এনে মামলা ঠুকে দেন। 


ম্যারাডোনার দুই মেয়ে জিয়ানিন্না ও দালমার আইনজীবী আগেই শুনানিতে দাবি করেছেন, যে ভাড়া করা বাসায় ম্যারাডোনার চিকিৎসা চলছিল, সেই বাসা কোনো রোগীর থাকার উপযোগী ছিল না। বাসায় চিকিৎসার কোনো সরঞ্জামও ছিল না।


২০২০ সালের ২৫ নভেম্বর। ৬০-এ পৃথিবী ছেড়ে দূর আকাশের তারা হয়ে যান ম্যারাডোনা। ফুটবল-রোগে যিনি ভুগেছেন সারা জীবন, হৃদরোগ কেড়ে নেয় তার প্রাণ। চার বছর পর আবার সংবাদের শিরোনাম হয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার। শুরু হয়েছে অবহেলাজনিত কারণে তার মৃত্যুর বিচার।


বুয়েনস এইরেসের ভাড়া করা যে বাসায় তার চিকিৎসা চলছিল, যেখানে ম্যারাডোনাকে সুস্থ করে তোলার জন্য নিয়োজিত ছিলেন যারা, নিজেদের দায়িত্ব পালনে তাদের অবহেলা ছিল অমার্জনীয়, এমন অভিযোগের কূলকিনারা করতে এই বিচার।


অভিযুক্তদের মধ্যে রয়েছেন একজন শল্যচিকিৎসাবিদ, মনোবিদ, চিকিৎসা ও সেবাবিষয়ক সমন্বয়ক, চিকিৎসক, নার্স। আরেক নার্স গিসেলা দাহিয়ানা মাদ্রিদের বিচার আলাদাভাবে শুরু হবে জুলাইয়ে। চার মাস ধরে চলবে বিচার কার্যক্রম। একশরও বেশি সাক্ষী আদালতে জবানবন্দি দেবেন।


তাদের মধ্যে রয়েছেন ম্যারাডোনার পরিবারের সদস্য এবং ব্যক্তিগত চিকিৎসক। অভিযুক্ত সাতজন যদি দোষী সাব্যস্ত হন, আট থেকে ২৫ বছরের জন্য কারাদণ্ড হতে পারে তাদের। এরই মাঝে আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী হুলিও কোরিয়াকে।


শেয়ার করুন