১৩ এপ্রিল ২০২৫, রবিবার, ১২:৫৩:০৫ পূর্বাহ্ন
রাসিকের কাউন্সিলর নুরুজ্জামান টিটু আর নেই
  • আপডেট করা হয়েছে : ১০-০৪-২০২৫
রাসিকের কাউন্সিলর নুরুজ্জামান টিটু আর নেই

রাজশাহী মহানগরীর ১৯ নম্বর ওয়ার্ডের দুইবারের সফল কাউন্সিলর, জনসেবায় নিবেদিত প্রাণ এবং শ্রদ্ধাভাজন ক্রীড়াবিদ মোঃ নুরুজ্জামান টিটু আর আমাদের মাঝে নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।


আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গুরুতর অসুস্থ অবস্থায় আজ সকাল ১০টার দিকে তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৫৫ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী, স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।


মোঃ নুরুজ্জামান টিটু কেবল একজন জনপ্রতিনিধি ছিলেন না, তিনি ছিলেন মানুষের পাশে দাঁড়ানো এক নির্ভরতার নাম। শিরোইল কলোনি ৪ নম্বর গলির প্রয়াত সোলেমান মেম্বারের এই সন্তান রাজনীতির পাশাপাশি একজন ক্রীড়াবিদ হিসেবে দীর্ঘদিন ধরে সমাজ ও এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে গেছেন। তার বলিষ্ঠ নেতৃত্ব, মানবিক দৃষ্টিভঙ্গি এবং নিষ্ঠাবান জনসেবার মনোভাব তাকে এলাকাবাসীর হৃদয়ে স্থায়ী আসন দিয়েছে।


তিনি দুইবার ব্যাপক ভোটের ব্যবধানে কাউন্সিলর নির্বাচিত হন, যা জনগণের ভালোবাসা ও আস্থার এক অকাট্য প্রমাণ। তার মৃত্যুতে রাজশাহীজুড়ে, বিশেষ করে ১৯ নম্বর ওয়ার্ড এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, রাজনৈতিক সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে বইছে শোকের স্রোত। অনেকেই বিশ্বাস করতে পারছেন না প্রিয় টিটু ভাই আজ আর নেই।


তার রূহের মাগফিরাত কামনায় রাজশাহী মহানগরীর সর্বস্তরের জনগণ, রাজনৈতিক অঙ্গনের সহকর্মীরা ও ক্রীড়াঙ্গনের শুভানুধ্যায়ীরা একত্রে শোক প্রকাশ করেছেন।


আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই গভীর দুঃখ সহ্য করার তাওফিক দান করুন—এই প্রার্থনা আমাদের সকলের।

শেয়ার করুন