১১ অগাস্ট ২০২৫, সোমবার, ১২:১৫:৫৩ পূর্বাহ্ন
নতুন কর্মসূচি ঘোষণা সচিবালয় কর্মচারীদের
  • আপডেট করা হয়েছে : ২২-০৬-২০২৫
নতুন কর্মসূচি ঘোষণা সচিবালয় কর্মচারীদের

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে সচিবালয়ের ভেতরে বড় ধরনের বিক্ষোভের পর নতুন কর্মসূচি ঘোষণা করেছে কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম।


রবিবার (২২ জুন) সচিবালয়ে আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান নুরুল ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন।


নতুন কর্মসূচি অনুযায়ী, আগামীকাল সোমবার (২৩ জুন) দুই ঘণ্টা কর্মবিরতি পালন করবেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করবেন তারা।


ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, ‘কর্মসূচির অংশ হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থিত সচিবালয় কেন্দ্রীয় লাইব্রেরিতে অবস্থান করবেন। সেখানে আলোচনা করে পরবর্তী কর্মপন্থা ঠিক করা হবে।’


সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে গত ২৪ মে থেকে আন্দোলন করে আসছেন সচিবালয়ে কর্মরত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা।


আন্দোলনের মধ্যেই ২৫ মে অধ্যাদেশটি জারি করে সরকার।


এর পর থেকে বিক্ষোভ, কর্মবিরতি ও স্মারকলিপি দেওয়ার মতো কর্মসূচি পালন করছেন তারা।

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে অফিস খোলার এক দিন পর গত সোমবার থেকে আবার সচিবালয়ের ভেতর টানা বিক্ষোভ করে আসছেন আন্দোলনকারী কর্মচারীরা।


শেয়ার করুন