০৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১২:৫৪:৪১ পূর্বাহ্ন
রাজশাহী কলেজে ফ্যাসিবাদমুক্ত ক্যাম্পাস গড়তে ছাত্রশিবিরের স্মারকলিপি
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ০৭-০৭-২০২৫
রাজশাহী কলেজে ফ্যাসিবাদমুক্ত ক্যাম্পাস গড়তে ছাত্রশিবিরের স্মারকলিপি

ফ্যাসিবাদমুক্ত ক্যাম্পাস বিনির্মাণ ও সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে রাজশাহী কলেজ অধ্যক্ষের কাছে সাত দফা দাবিসংবলিত স্মারকলিপি দিয়েছে রাজশাহী কলেজ শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

সোমবার (৭ জুলাই) সকাল ১১টায় কলেজ শাখা সভাপতি মাহমুদুল হাসান মাসুমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. যহুর আলীর হাতে স্মারকলিপিটি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন কলেজ শাখা শিবিরের সেক্রেটারি মো. মোশাররফ হোসেন, সাহিত্য সম্পাদক হাফেজ আসমাউল হকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে ৭ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো-
১. ১৬ জুলাই ২০২৪-এ ছাত্রলীগের হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠন ও দোষীদের শাস্তি নিশ্চিত করা।
২. ফ্যাসিবাদী শাসনামলে হোস্টেলে শিক্ষার্থীদের নির্যাতনে জড়িত তত্ত্বাবধায়কসহ সংশ্লিষ্টদের বিচার।
৩. ফ্যাসিবাদের দোসরদের নামে কলেজের স্থাপনাগুলোর নাম পরিবর্তন করে শহীদ সাকিব আনজুমের নামে নামকরণ।
৪. কলেজ জাদুঘর পুনরায় চালু ও ‘২৪-এর অভ্যুত্থান স্মৃতি সংরক্ষণে বিশেষ কেন্দ্র স্থাপন।
৫. গণহত্যা ও ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষক-কর্মচারীদের চিহ্নিত করে ব্যবস্থা।
৬. শাসনামলের সকল প্রশাসনিক দুর্নীতি প্রকাশ ও আইনি পদক্ষেপ।
৭. ‘৩৬শে জুলাই’ নামে একটি ভ্রাম্যমাণ লাইব্রেরি চালু করা।

এ বিষয়ে শাখা সভাপতি মাহমুদুল হাসান মাসুম সাংবাদিকদের বলেন,

“বিগত জুলাইয়ে শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলার এক বছর পূর্ণ হলেও প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। এমনকি হামলায় জড়িত শিক্ষক-কর্মচারীদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে পুনরায় দাবি জানাচ্ছি।”

অধ্যক্ষ যহুর আলী বলেন,

“স্মারকলিপিটি আমরা পেয়েছি। শিক্ষক পরিষদে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেব। এর আগে দেওয়া স্মারকলিপির ভিত্তিতে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ১৬ জুলাইয়ের ঘটনার ভুক্তভোগীরা লিখিত অভিযোগ না করায় ব্যবস্থা নিতে সময় লাগছে। যারা জড়িত তাদের অনেকেই গা ঢাকা দিয়েছে, কয়েকজনকে সাধারণ শিক্ষার্থীরা পুলিশের হাতে তুলে দিয়েছে।”

উল্লেখ্য, গত এক বছরে রাজশাহী কলেজ শিবির বারবার স্মারকলিপি দিয়ে কলেজ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও কলেজ কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ ছাত্রশিবির নেতাদের।



শেয়ার করুন