০৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, ০৭:৩০:৪৭ অপরাহ্ন
কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২
  • আপডেট করা হয়েছে : ০৮-০৭-২০২৫
কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২

 কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন আরও দুই শিক্ষার্থী।


মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে হিমছড়ি সৈকতের পয়েন্টে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম কে এম শাদনান সাবাব রহমান (২১)। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ঢাকার মিরপুর এলাকার কে এম আনিসুর রহমানের ছেলে।


নিখোঁজ শিক্ষার্থীরা হলেন-বগুড়া জেলার রফিকুল ইসলামের ছেলে আসিফ আহমেদ (২২) ও একই জেলার আমিনুল ইসলামের ছেলে অরিত্র (২২)।


হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) সুমনাথ বসু জানান, চার বন্ধু মিলে হিমছড়ি সৈকতে ঘুরতে আসেন। এর মধ্যে তিনজন একসঙ্গে সমুদ্রে গোসল করতে নামেন। একপর্যায়ে স্রোতের তীব্র টানে তারা ভেসে যান। স্থানীয়দের সহায়তায় শাদনান সাবাবের মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও বাকি দুজনকে এখনো পাওয়া যায়নি।


তিনি আরও জানান, নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও ‘সি সেইফ লাইফ গার্ড’ দলের সদস্যরা তল্লাশি চালিয়ে যাচ্ছেন।


এ ঘটনায় সৈকতজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন