১৪ জুলাই ২০২৫, সোমবার, ১২:৪২:১৬ পূর্বাহ্ন
প্রতীকের তালিকা থেকে নৌকা বাদ দেওয়ার প্রস্তাব
  • আপডেট করা হয়েছে : ১৩-০৭-২০২৫
প্রতীকের তালিকা থেকে নৌকা বাদ দেওয়ার প্রস্তাব

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় প্রতীক হিসাবে নৌকাকে তালিকা থেকে বাদ দেওয়ার প্রস্তাব দিয়েছে এনসিপি। একইসঙ্গে শাপলাকে বরাদ্দ না দিলে রাজনৈতিকভাবে মোকাবেলার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির নেতারা। 


আজ রবিবার (১৩ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয়ে সিইসির সঙ্গে এনসিপির কেন্দ্রীয় নেতাদের বৈঠক শেষে এসব জানান দলটির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী। 


এ সময় তিনি বলেন, ‘আইনগতভাবে শাপলা পেতে বাধা নেই।


’ বাধা এলে রাজনৈতিকভাবে লড়াই করার ঘোষণাও দেন তিনি।

ইসি পুনর্গঠন করা জরুরি জানিয়ে এনসিপির এই নেতা বলেন, ‘নির্বাচনের আগেই তা করবে হবে।’


এ সময় আওয়ামী লীগের কার্যক্রম স্থগিতের পরও কমিশনে নৌকা প্রতীক বহালের সমালোচনা করে এটি বাতিলের দাবি করে দলটি। বৈঠকে দল নিবন্ধনের অগ্রগতি এবং প্রবাসী ভোট নিয়ে আলোচনা হলেও দলটির প্রত্যাশিত শাপলা প্রতীকের বিষয়েই বিশেষভাবে গুরুত্ব পায়।


তিনি বলেন, ‘শাপলাকে জাতীয় প্রতীক বলে যে অপব্যাখ্যা ছড়ানো হচ্ছে তা ঠিক নয়।’ নিবন্ধনের শর্ত পূরণ করে শাপলা প্রতীকেই নিবন্ধন পেতে আশাবাদী এনসিপি বলে জানান দলের কেন্দ্রীয় নেতারা।


শেয়ার করুন