২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ০৬:৪৮:৪২ পূর্বাহ্ন
ছাদ থেকে পড়ে ঢামেক নার্সের মৃত্যু
  • আপডেট করা হয়েছে : ০৬-০৮-২০২২
ছাদ থেকে পড়ে ঢামেক নার্সের মৃত্যু

রাজধানীর সবুজবাগে চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মো. আতাউল করিম অপু (৫০) নামে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের এক সিনিয়র স্টাফ নার্স নিহত হয়েছেন।

শনিবার ভোরে আহত হওয়ার পর ঢামেকের জরুরি বিভাগে নেয়া হলে সকাল ৮টার দিকে মৃত্যু হয় তার।

নিহত আতাউল করিমের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর। তিনি সবুজবাগের দক্ষিণগাঁও ২৯৬ নম্বর বাসায় সপরিবারে থাকতেন।

নিহতের বড় ভাই রেজাউল করিম বলেন, অপু ফজরের নামাজ পড়ে সকালে ছাদে যায় ফুলের গাছ দেখতে। গুড়ি গুড়ি বৃষ্টি থাকায় অসাবধানতাবশত চার তলার ছাদ থেকে নিচে পড়ে যায়। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রেজাউল করিম বলেন, অপুর স্ত্রী সরকারি কর্মচারী হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত। তাদের একটি সন্তান রয়েছে। 

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, সবুজবাগে ছাদ থেকে পড়া একজন সিনিয়র স্টাফ নার্সকে গুরুতর আহত অবস্থায় আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন