১৪ জুলাই ২০২৫, সোমবার, ০৯:২২:৩৭ অপরাহ্ন
প্রতিবাদে উত্তাল নওগাঁ ছাত্রদলের বিক্ষোভ মিছিল: সোহাগ হত্যার বিচার ও গুপ্ত তৎপরতার প্রতিবাদ
  • আপডেট করা হয়েছে : ১৪-০৭-২০২৫
প্রতিবাদে উত্তাল নওগাঁ ছাত্রদলের বিক্ষোভ মিছিল: সোহাগ হত্যার বিচার ও গুপ্ত তৎপরতার প্রতিবাদ

গোপন তৎপরতার মাধ্যমে দীর্ঘদিন ধরে মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নষ্ট করা এবং সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি—এই সব ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নওগাঁ জেলা শাখা।


সোমবার (১৪ জুলাই) বেলা ১২টার দিকে নওগাঁ শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেডির মোড়ের দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।


মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে রাজপথ প্রকম্পিত করেন। তাদের কণ্ঠে ছিল—‘দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার’, ‘স্বৈরাচার আর রাজাকার, মিলেমিশে একাকার', ‘দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত’, ‘মানুষ মরে উল্লাস করে, ইন্টেরিম কি করে’—ইত্যাদি।


সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা। বক্তারা বলেন, “৯ জুলাই মিটফোর্ড হাসপাতালে নৃশংসভাবে ছাত্রদল নেতা সোহাগকে হত্যার পর উল্লাস করার ঘটনা আমাদের হতবাক করেছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।”


তারা আরও বলেন, “গোপন সংগঠন পরিচালনার মাধ্যমে যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, শিক্ষাঙ্গনে অস্থিরতা তৈরি করছে—তাদের মদদ দিচ্ছে সরকার। এই ষড়যন্ত্র প্রতিহত করতে ছাত্রদল রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবে।”


বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “সোহাগ হত্যার বিচার দ্রুত সম্পন্ন না হলে ছাত্রদল আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।”


এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল কাদের রাসেল, সাংগঠনিক সম্পাদক অমিয় কুমার সরকার, ছাত্রনেতা আবু সালেহ স্নেহ, ফায়সাল আজম অলি, হাফিজুর রহমান আকাশ, আজিজুল ইসলাম, তাইজুল ইসলাম তাজ, মনোয়ার হোসেন রাঙ্গা, শাজাহান বাদশা, আল-আমিন বাদশা, হৃদয় মাহমুদ, মুন, সঞ্জীবসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।


শেয়ার করুন