০৫ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ০৯:২৮:০০ পূর্বাহ্ন
আবারও বন্ধ হলো দুই সিনেমা হল ‘গীত’ ও ‘সংগীত’
  • আপডেট করা হয়েছে : ০৪-০৮-২০২৫
আবারও বন্ধ হলো দুই সিনেমা হল ‘গীত’ ও ‘সংগীত’

আর্থিক ও দর্শকসংকটের কারণে আবারও বন্ধ করে দেওয়া হলো ঢাকার দুই সিনেমা হল গীত ও সংগীত। জানা গেছে, গত শনিবার আদর আজাদ ও পূজা চেরি অভিনীত ‘টগর’ সিনেমা প্রদর্শনের পরই এই বন্ধের ঘোষণা আসে।


হল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী বছরের ঈদ মৌসুমে নতুন সিনেমা মুক্তি পেলে পুনরায় হল দুটি চালু হবে। এর আগে গত বছর ডিসেম্বরে আর্থিক ক্ষতি ও সিনেমা মুক্তির ধারাবাহিকতা না থাকায় হল দুটি বন্ধ হয়েছিল।


 পরে এ বছর ঈদুল ফিতরের আগে চালু হলেও তা নিয়মিত রাখা গেল না।


 

দেশে এই মুহূর্তে ১৪১টি সিঙ্গেল হল থাকলেও এর মধ্যে মাত্র প্রায় ৬০টি হল বছরভর চালু থাকে। এই ৬০টির মধ্যেও ক্রমাগত বন্ধ হয়ে যাচ্ছে হল। হল মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়,  বর্তমানে ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় ছাড়া সিনেমা হলগুলো তেমন দর্শক পায় না।


 তাই একের পর এক বন্ধের মুখে পড়ছে হলগুলো।


শেয়ার করুন