১১ অগাস্ট ২০২৫, সোমবার, ০৫:২৭:৩০ অপরাহ্ন
শান্তি আলোচনায় ইউক্রেনকে রাখার আহ্বান
  • আপডেট করা হয়েছে : ১১-০৮-২০২৫
শান্তি আলোচনায় ইউক্রেনকে রাখার আহ্বান

ইউরোপীয় মিত্ররা ইউক্রেনের প্রতি পুনরায় সমর্থন ব্যক্ত করেছেন। গত শনিবার রাতে তারা জোর দিয়ে বলেছেন, রাশিয়ার সঙ্গে যেকোনো শান্তি আলোচনায় ইউক্রেনকে অন্তর্ভুক্ত করতে হবে। খবর বিবিসির।


যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জার্মানি, পোল্যান্ড, ফিনল্যান্ড ও ইউরোপীয় কমিশন এক যৌথ বিবৃতিতে এ কথা জানিয়েছে।


ইউক্রেনকে কূটনৈতিক, সামরিক ও আর্থিক সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করে ইউরোপীয় নেতারা বলেন, বলপূর্বক আন্তর্জাতিক সীমানা পরিবর্তন করা উচিত নয়।

ইউক্রেনের নিজের ভাগ্য নির্ধারণের স্বাধীনতা আছে। আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠককে সামনে রেখে তারা এই বার্তা দিলেন।


শেয়ার করুন