০৩ নভেম্বর ২০২৫, সোমবার, ০৫:১৬:৫৭ পূর্বাহ্ন
রাজশাহীতে ডিজিটাল প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন
  • আপডেট করা হয়েছে : ১৭-০৯-২০২৫
রাজশাহীতে ডিজিটাল প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন

রাজশাহীতে নেক্সা বিদ্যুৎ অফিস কর্তৃক আবাসিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে ডিজিটাল প্রিপেইড মিটার স্থাপন বন্ধ ও ইতোমধ্যে স্থাপিত মিটার বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত টানা কয়েক দফায় এ মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় এলাকাবাসী।


মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা অভিযোগ করেন, ডিজিটাল প্রিপেইড মিটার কোনোভাবেই জনদরদী নয়; বরং এটি সম্পূর্ণ জনবিরোধী পদক্ষেপ। এই মিটার স্থাপনের মাধ্যমে সাধারণ মানুষকে অযথা ভোগান্তিতে ফেলা হচ্ছে। বিশেষ করে শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষ এ ব্যবস্থার কারণে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছেন। বক্তারা বলেন, বিদ্যুৎ একটি মৌলিক সেবা, অথচ প্রিপেইড মিটারের মাধ্যমে সেই সেবাকে ভোগান্তিময় করে তোলা হচ্ছে।


মানববন্ধনে বক্তারা আরও উল্লেখ করেন, জনগণের স্বার্থে এ ধরনের মিটার স্থাপন অবিলম্বে বন্ধ করতে হবে এবং ইতোমধ্যে যেসব মিটার স্থাপন করা হয়েছে সেগুলো দ্রুত বাতিল করতে হবে। পাশাপাশি পূর্বের নিয়মে বিদ্যুৎ বিল গ্রহণের পদ্ধতিই বহাল রাখতে হবে।


স্থানীয়রা জানান, যদি তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না করা হয়, তবে তারা ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় তারা ঐক্যবদ্ধ এবং প্রয়োজনে দীর্ঘ সময় ধরে আন্দোলন চালিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দেন।

শেয়ার করুন