০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ১০:১৩:৫১ পূর্বাহ্ন
মহাখালীতে পেট্রোল পাম্পে বিস্ফোরণ, বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৭
  • আপডেট করা হয়েছে : ২৩-০৯-২০২৫
মহাখালীতে পেট্রোল পাম্পে বিস্ফোরণ, বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৭

রাজধানী মহাখালীর আমতলী এলাকায় গুলশান ফিলিং স্টেশনের রিজার্ভ ট্যাংক পরিষ্কার করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সাতজন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে মহাখালী আমতলীতে গুলশান সার্ভিস স্টেশন পেট্রোল পাম্পের ট্যাংক পরিষ্কার করার সময় বিস্ফোরণ হয়।



দগ্ধরা হচ্ছেন— স্বপন মোল্লা(২১), সজিব আহমেদ (৩৮), রুবেল (৩০), কবির (২০), খায়রুল (২৮) আলমগীর (৩৭) ও মাসুদ হাসান(৪৫)।


দগ্ধ আলমগীরের বড় ভাই জাহাঙ্গীর পারভেজ বলেন, ‘দুপুরে ঠিকাদারের মাধ্যমে বিএসটিআই কর্তৃক তেলের পাম্পের ট্যাংক পরিষ্কার করার জন্য বিএসটিআইয়ের তিন শ্রমিকসহ মোট সাতজন সেখানে গিয়েছিলেন। সে সময় ওই তেল পাম্পের অকটেনের ট্যাংকটি ঢাকনা খোলার সময় হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। এতে সাত শ্রমিক দগ্ধ হন।


 পরে‌ তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিকেলে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়।

সত্যতা নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, ‘দগ্ধদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।’


শেয়ার করুন