জয়পুরহাট সদর উপজেলার মাধাইনগর বাজারে নিজেদের গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজির সময় দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয়রা। খবর পেয়ে তাদের গ্রেপ্তারের পর মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠায় পুলিশ। এর আগে সোমবার রাত ৯টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
আটকরা হলেন জেলার ক্ষেতলাল উপজেলার দেওগ্রামের বাসিন্দা মজনু মন্ডল (৪০) ও জয়পুরহাট সদর উপজেলার মাধাইনগর গ্রামের মশিউর রহমান (৩৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোমবার রাতে মাধাইনগর বাজারে নিজেদের গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে মজনু ও মশিউর বিভিন্ন দোকানে চাঁদা দাবি করেন। তারা মামলার ভয় দেখিয়ে স্থানীয়দের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করেন। কথাবার্তায় সন্দেহ হলে বাজারের লোকজন তাদের পরিচয়পত্র দেখতে চান। কিন্তু তারা পরিচয়পত্র না দেখিয়ে কোমর থেকে হ্যান্ডকাফ ও পুলিশের লোগোযুক্ত সেফটি ভেস্ট বের করে ভয় দেখানোর চেষ্টা করেন।
এতে ক্ষিপ্ত হয়ে উপস্থিত জনতা তাদের আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
বাজারের ব্যবসায়ী এমদাদুল হক বলেন, ‘বাজারে এসে তারা নিজেদের গোয়েন্দা পুলিশ পরিচয় দেয়। এক দোকানের সামনে দাঁড়িয়ে বিভিন্নজনের কাছে এলাকার কিছু ব্যক্তির নাম জানতে চায়। এরপর ভয়ভীতি দেখিয়ে বলে টাকা দিলে কিছুই হবে না।
তখনই সন্দেহ হয় এবং আমরা তাদের আটক করি।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তাররা প্রতারক। তারা নিজেদের গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজির চেষ্টা করছিল। তাদের কাছ থেকে হ্যান্ডকাফ ও পুলিশের লোগোযুক্ত সেফটি ভেস্ট উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।