০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ০৬:২০:২৫ পূর্বাহ্ন
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ
  • আপডেট করা হয়েছে : ৩০-০৯-২০২৫
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের উদ্যোগে মাদক ও দেহব্যবসার বিরুদ্ধে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কালিতলা ব্রিজের সামনে এ কর্মসূচি পালন করা হয়।


মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে এলাকার চিহ্নিত মাদক সম্রাট আইয়ুব আলী ও তার স্ত্রী আজিমা আক্তার সাথীর মাধ্যমে মাদক ও দেহব্যবসা পরিচালিত হচ্ছে। এতে একদিকে এলাকার তরুণ প্রজন্ম ধ্বংসের পথে যাচ্ছে, অন্যদিকে এ ধরনের ঘৃণিত ও অনৈতিক কর্মকাণ্ডের কারণে সমাজ ও এলাকার সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে।


তারা আরও অভিযোগ করেন, এদের দৌরাত্ম্যের কারণে বিশেষ করে নারীরা নিরাপদে চলাফেরা করতে পারছেন না। ভয়-ভীতি ও অপকর্মের কারণে সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। বক্তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করে দ্রুত এসব অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানান।


মানববন্ধনে সালন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলে এলাহি মুকুট চৌধুরীও এলাকাবাসীর দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। তিনি বলেন, “মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের কারণে সমাজ ভয়াবহ হুমকির মুখে পড়েছে। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা নেয়, তবে এ ধরনের অপকর্ম রোধ করা সম্ভব।”


এসময় এলাকাবাসী দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন, মাদক ও দেহব্যবসার মতো অপরাধ আর কোনোভাবেই সহ্য করা হবে না। তাই প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান তারা।জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে দুজনের সাক্ষাৎ হয়।


পাশাপাশি নিউইয়র্কে যে হোটেলে অধ্যাপক ইউনূস অবস্থান করছেন, সেখানে তার সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) ফিলিপ্পো গ্রান্ডি।



এদিন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘে আন্ডার সেক্রেটারি জেনারেল এবং স্বল্পোন্নত দেশ, স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ ও ক্ষুদ্র দ্বীপপুঞ্জের উন্নয়নশীল দেশ-সংক্রান্ত হাই রিপ্রেজেনটেটিভ (উচ্চ প্রতিনিধি) রাবাব ফাতিমা।


শেয়ার করুন