০৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ১০:১৮:২১ পূর্বাহ্ন
‘ভয়ংকর সুন্দর’ ব্যাটিংয়ে সমতায় ফিরল ভারত
  • আপডেট করা হয়েছে : ০২-১১-২০২৫
‘ভয়ংকর সুন্দর’ ব্যাটিংয়ে সমতায় ফিরল ভারত

ফিফটি পাননি ভারতের কোনো ব্যাটারই। তবে ১৮৭ রানের বড় লক্ষ্য তাড়া করে ঠিকই জয় পেয়েছে ভারত। এটা সম্ভব হয়েছে ব্যাটিংয়ে নামা প্রত্যেক ব্যাটারের দলীয় প্রচেষ্টাতে।


আজ তৃতীয় টি-টোয়েন্টিতে ৫ উইকেটের জয় পেয়েছে ভারত।


৯ বল হাতে রাখা পাওয়া জয়ে ভারতের প্রত্যক ব্যাটারই দুই অঙ্ক স্পর্শ করেছেন। তবে বিশেষ অবদান সর্বোচ্চ ৪৯ রানের ইনিংস খেলা ওয়াশিংটন সুন্দরের। শেষ দিকে নেমে ২১৩.০৪ স্ট্রাইকরেটে ‘ভয়ংকর সুন্দর’ ব্যাটিং করেছেন তিনি। ৪ ছক্কার বিপরীতে ৩ চার হাঁকিয়েছেন।

তার সঙ্গে জয় নিয়ে মাঠ ছেড়েছেন ২২ রানের ইনিংস খেলা জিতেশ শর্মা।

ভারতের আউট হওয়া ৫ ব্যাটার হচ্ছেন- অভিষেক শর্মা (২৫), শুবমান গিল (১৫), সূর্যকুমার যাদব (২৫), তিলক ভার্মা (২৯) ও অক্ষর প্যাটেল (১৭)। এর মধ্যে তিন ব্যাটারকে শিকার করেছেন অজি পেসার নাথান এলিস। এ জয়ে ৫ ম্যাচের সিরিজে সমতায় ফিরেছে ভারত।


তিন ম্যাচ শেষে সমীকরণ ১-১। 

এর আগে হোবার্টে টস হেরে ব্যাটিংয়ে নেমে ঝড় তুলেন টিম ডেভিড ও মার্কাস স্টয়নিস। শুরুটা অবশ্য ভালো ছিল না অস্ট্রেলিয়ার। দলীয় ১৪ রানে যে ২ উইকেট হারাতে হয় তাদের। সেখান থেকে বিধ্বংসী এক ইনিংস খেলেন ডেভিড।


৫ম ব্যাটার হিসেবে যখন আউট হলেন তখন তার নামের পাশে ৭৪ রান। বল খেলেছেন মাত্র ৩৮টি। ১৯৪.৭৩ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজিয়েছেন ৮ চার ও ৫ ছক্কায়। যার মধ্যে ১২৯ মিটারের বিশাল এক ছক্কা হাঁকিয়েছেন তিনি।

ডেভিডের বিদায়ের পর ইনিংসের শেষটা রাঙিয়েছেন স্টয়নিস। তার ৩৯ বলে ৬৪ রানের ইনিংসেই তো ১৮৬ রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। তবে ভারত জিতে যাওয়ায় তার ২ ছক্কা ও ৮ চারের ইনিংসটি আর কাজে আসেনি অস্ট্রেলিয়ার। ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার আর্শদীপ সিং।


শেয়ার করুন