২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার, ০৬:৪৯:২৩ পূর্বাহ্ন
রাবির শেরে বাংলা হল যেন মৃত্যুফাঁদ: দেয়াল-ছাদে ফাটল, খসে পড়ছে পলেস্তরা
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ২১-১১-২০২৫
রাবির শেরে বাংলা হল যেন মৃত্যুফাঁদ: দেয়াল-ছাদে ফাটল, খসে পড়ছে পলেস্তরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ঐতিহ্যবাহী শেরে বাংলা হল এখন শিক্ষার্থীদের জন্য আতঙ্কের নাম। হলের দেয়াল ও ছাদে ফাটল, খসে পড়ছে পলেস্তরা, বৃষ্টির দিনে পানি ঝরছে কক্ষজুড়ে। পুরোনো এই ভবনটি এখন যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। অথচ প্রশাসন থেকে আশ্বাস মিললেও দৃশ্যমান কোনো পরিবর্তন নেই। ভয় আর অনিশ্চয়তার মধ্যেই দিন কাটছে শিক্ষার্থীদের।

আবাসিক শিক্ষার্থীদের অভিযোগ, হলের বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। বৃষ্টির দিনে ছাদ বেয়ে পানি পড়ে। হঠাৎ হঠাৎ ছাদ থেকে পলেস্তরা খসে পড়ে। একাধিকবার হল প্রশাসনকে তারা জানিয়েছেন, দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি। কখনো কখনো হলের ওয়াশরুমে সাপ ঘুরতে দেখা যায়। হলটি বসবাসের অনুপযুক্ত হওয়ার কারণে এবং নিরাপত্তার ঝুঁকি থাকায় নবনির্মিত নতুন হলে ছেলেদের স্থানান্তরের দাবি জানিয়ে আসছেন তারা।

রবিবার (২৬ অক্টোবর) সকালে সরেজমিনে দেখা যায়, হলটিতে বিভিন্ন ব্লকের দেয়াল, ছাদে ফাটল ধরেছে। পলেস্তরা খসে পড়ার ক্ষত দেখা যাচ্ছে ছাদে। ওয়াশরুম ও বেসিনেরও নাজুক অবস্থা। পিলারগুলোতেও ফাটল দেখা যাচ্ছে।


হল প্রশাসন জানিয়েছে, হলের অবকাঠামোগত বিভিন্ন সমস্যার বিষয়ে তারা অবগত। সমস্যাগুলো একদিনে হঠাৎ করে শুরু হয়নি। সমস্যাগুলো অনেক আগে থেকেই ছিল। তবে বিষয়গুলো তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। টেন্ডার পাস হয়ে কাজও শুরু হয়ে গেছে। খুব শিগগিরই সমস্যার সমাধান হবে।

সার্বিক বিষয়ে শেরে বাংলা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. শরিফুল ইসলাম বলেন, “এ ব্যাপারে ভাইস-চ্যান্সেলর, চিফ ইঞ্জিনিয়ারসহ আমরা সবাই অবগত আছি। হলের উপরতলাসহ যেসব জায়গায় পলেস্তরা খসে পড়ছে এবং এর পাশাপাশি অবকাঠামোগত অন্য যেসব সমস্যা দেখা দিয়েছে—সেসব কাজের জন্য টেন্ডার পাস হয়ে ইতোমধ্যে কাজ শুরু হয়ে গেছে। এরই মধ্যে তিনটি পৃথক টিম কাজ শুরু করেছে। সমস্যাগুলো আসলে একদিনেই হঠাৎ করে শুরু হয়নি; অনেক আগে থেকেই এই সমস্যা। কাজ চলছে, দ্রুত সময়ের মধ্যে ঠিকঠাক হয়ে যাবে বলে আশা করি।”

শেয়ার করুন