২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার, ০৫:০২:৩২ পূর্বাহ্ন
বিপিএলে যুক্ত হচ্ছে ‘নোয়াখালী এক্সপ্রেস’
  • আপডেট করা হয়েছে : ২৫-১১-২০২৫
বিপিএলে যুক্ত হচ্ছে ‘নোয়াখালী এক্সপ্রেস’

পাঁচ দল নিয়ে মাঠে গড়ানোর কথা ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। তবে শেষ মুহূর্তে যুক্ত হচ্ছে নতুন দল। প্রথমবার টুর্নামেন্টে অংশ নেবে নোয়াখালী। এতে পাঁচের পরিবর্তে ছয়টি দল নিয়ে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল। দেশ ট্রাভেলসের মালিকানায় নতুন দল হিসেবে অন্তর্ভুক্ত ‘নোয়াখালী এক্সপ্রেস’।


আগামী ২৭ নভেম্বরের মধ্যে ব্যাংক গ্যারান্টি দিতে হবে সবকটি দলকে। বিষয়টি নিশ্চিত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। অর্থাৎ ৬ দল নিয়েই অনুষ্ঠিত হবে বিপিএলের ১২তম আসর।


এছাড়াও বিপিএলে থাকছে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স, চিটাগং রয়েলস। ৩ দফা পিছিয়ে আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের নিলাম।


এবারের আসরে প্লেয়ার্স ড্রাফটের বদলে হবে অকশন। এদিকে আগামী ১৯ ডিসেম্বর সিলেট পর্ব দিয়ে শুরু হওয়ার কথা রয়েছে এই টুর্নামেন্টের। যার ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি।


শেয়ার করুন