২৪ ডিসেম্বর ২০২৫, বুধবার, ০৩:০০:৩৯ অপরাহ্ন
রাজশাহী মোহনপুরে ইউএনও ফাহিমা বিনতে আখতারের যোগদান
  • আপডেট করা হয়েছে : ০৮-১২-২০২৫
রাজশাহী মোহনপুরে ইউএনও ফাহিমা বিনতে আখতারের যোগদান

রাজশাহীর মোহনপুর উপজেলার নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মিজ ফাহিমা বিনতে আখতার। রোববার (৮ ডিসেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।


এর আগে, তিনি ২০১৯ সালের ৭ এপ্রিল চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে সহকারি কমিশনার পদে যোগদান করার পরদিন কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারি কমিশনার হিসেবে ৮ মাস ২২ দিন কর্মরত হিসেন। পরবর্তিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে ও কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।


এরপর তিনি ২০২২ সালের ২৯ মে ভূমি মন্ত্রাণালয়ে সহকারি কমিশনার (ভূমি) পদে যোগদান করেন। পরবর্তিতে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ও টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলায় তিনি সহকারি কমিশনার (ভূমি) পদে দায়িত্ব পালন করেন।


বর্তমান মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) যোগদানের পূর্বে তিনি ২০২৪ সালের ২৯ ডিসেম্বর বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপ পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।


মোহনপুর উপজেলায় যোগদানকালে উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, কৃষি অফিসার কামরুল ইসলাম, সিনিয়র মৎস্য অফিসার বেনজির আহমেদ, বিএমডিএ এর সহকারি প্রকৌশলী জি.এফ.এম হাসনুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা ইমাম হোসেন শামিম, উপজেলা নির্বাচন অফিসার হাইউল ইসলাম, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী তরিকুল ইসলাম সহ উপজেলার কর্মকর্তা কর্মচারিবৃন্দরা।


দায়িত্ব গ্রহণ শেষে ইউএনও মিজ্ ফাহিমা বিনতে আখতার বলেন, “জনকল্যাণমূলক কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে সর্বশক্তি দিয়ে কাজ করে যেতে বদ্ধপরিকর থাকবো।”

শেয়ার করুন