২৪ ডিসেম্বর ২০২৫, বুধবার, ১০:০৭:০০ পূর্বাহ্ন
বেগম রোকেয়ার আদর্শে নতুন বাংলাদেশ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ০৯-১২-২০২৫
বেগম রোকেয়ার আদর্শে নতুন বাংলাদেশ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের

বেগম রোকেয়ার আদর্শ ও চেতনা ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

ড. ইউনূস বলেন, “বেগম রোকেয়া যদি স্বপ্ন দেখতে পারেন, আমরাও স্বপ্ন দেখতে পারি। তিনি আমাদের অনেক দূর এগিয়ে দিয়ে গেছেন, আমরা আরও দূরে নিয়ে যাব। আজকের প্রযুক্তির যুগে অসম্ভব বলে কিছু নেই—শুধু মন থেকে করতে হবে।”

তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থান-পরবর্তী নারী সমাজ এক নতুন বাংলাদেশ গড়ার শক্তি। তারা শুধু নারী সমাজকে নয়, পুরো জাতিকে উদ্বুদ্ধ করছে। তাদের সম্মান জানানো অত্যন্ত জরুরি। প্রতিটি ক্ষেত্রে চেতনার ঝাঁকুনি দরকার—সেই উত্তেজনা নিয়েই নতুন বাংলাদেশ গড়ে উঠুক।”

বেগম রোকেয়ার দূরদর্শিতা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, “তিনি সাংঘাতিক স্বপ্ন দেখতেন, বিপ্লবী চিন্তা করতেন। শত বছর আগে বলেছেন—নারী কন্যাদের লেখাপড়া শেখাও, যাতে তারা নিজস্ব উপার্জন করতে পারে। আজ আমরা বলছি নারী উদ্যোক্তা হতে হবে, আর তিনি বহু বছর আগেই সেই দিকনির্দেশনা দিয়ে গেছেন।”

তিনি আরও বলেন, “আজ যারা রোকেয়া পদক পেয়েছেন তারা শুধু বাংলাদেশের নয়, বিশ্বমঞ্চে নেতৃত্ব দেওয়ার মতো নারী। তাদের কাজ যুগান্তকারী, যা বাংলাদেশকে এক নতুন স্তরে তুলে ধরছে।”

ড. ইউনূস বলেন, “আজকের এই পুরস্কার প্রাপ্তদের দেখবে দেশের প্রতিটি মেয়ে। ভাববে—আমরা কোথায়? আমরা কেন পারছি না? তাদের বক্তব্য, দর্শন শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে নয়, বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ। আমরা শুধু আজকে তাদের সম্মান প্রদর্শনের সূচনা করলাম।”

শেয়ার করুন