রাজশাহীর দুর্গাপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়। পরে বেলা ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা ও ‘অদম্য নারী’ সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাশতুরা আমিনা। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলার সার্বিক তত্ত্বাবধানে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (টিএইচও) ডা. রুহুল আমিন, কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী, মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, সমাজসেবা কর্মকর্তা আ. ন. ম. রাকিবুল ইউসুফ, উপজেলা প্রকৌশলী মাসুক-ই মোহাম্মদ এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীম আহমেদ।
আলোচনা শেষে ‘অদম্য নারী’ হিসেবে নির্বাচিত পাঁচজন সম্মাননা প্রাপ্ত নারীর হাতে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানটি নারীর অধিকার, মর্যাদা ও ক্ষমতায়ন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

