মেয়েদের ঘরোয়া ক্রিকেটে এর আগে দুদিনের ম্যাচ হয়েছে। এই প্রথম তিনদিনের প্রথম শ্রেণির টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) আয়োজন করতে যাচ্ছে বিসিবি। ২১ ডিসেম্বর শুরু হবে এই লিগ।
মেয়েদের বিসিএলেও অংশ নেবে চার দল-পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল, উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল। খেলা হবে রাজশাহীর দুই স্টেডিয়ামে।
২১ ডিসেম্বর রাজশাহীর বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি মাঠে শুরু হবে দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলের ম্যাচ। একইদিনে রাজশাহীর শহিদ কামরুজ্জামান স্টেডিয়ামে মুখোমুখি হবে মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চল।
২৬ ডিসেম্বর থেকে দ্বিতীয় রাউন্ডে বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি মাঠে লড়বে দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চল। একইদিন শহিদ কামরুজ্জামান স্টেডিয়ামে মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চল শুরু করবে তিনদিনের ম্যাচ।