১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ১০:০৯:৪৮ অপরাহ্ন
রাজশাহীতে ব্যাসিক জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের আনুষ্ঠানিক যাত্রা শুরু
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ০৮-০১-২০২৬
রাজশাহীতে ব্যাসিক জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের আনুষ্ঠানিক যাত্রা শুরু

রাজশাহীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে দেশের অন্যতম শীর্ষ জাপানি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান ব্যাসিক জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল (BJLS)। বুধবার দুপুরে নগরীর কাদিরগঞ্জ এলাকায় বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির রাজশাহী শাখার কার্যক্রম শুরু করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মফিজ উদ্দিন খান। তিনি বলেন, দেশের প্রতিটি জেলা থেকে শিক্ষার্থীদের জন্য জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই ব্যাসিক জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের মূল লক্ষ্য। রাজশাহী শাখা চালুর মাধ্যমে উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে যাওয়ার নতুন দিগন্ত উন্মোচিত হলো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. মো. ইব্রাহিম হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহী রাজারবাগ শাখার রোজিনা আক্তার এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আসাদুজ্জামান খান। তাঁরা প্রতিষ্ঠানের উদ্যোগকে সময়োপযোগী ও কর্মমুখী শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন।

অনুষ্ঠান শেষে নতুন শিক্ষার্থীদের ভর্তির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন