৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ০৫:১৪:১৬ অপরাহ্ন
করোনার পর দক্ষিণ আফ্রিকায় সবচেয়ে বড় বিয়ের আসর
  • আপডেট করা হয়েছে : ১০-০৪-২০২৩
করোনার পর দক্ষিণ আফ্রিকায় সবচেয়ে বড় বিয়ের আসর

করোনা মহামারির পর দক্ষিণ আফ্রিকায় সবচেয়ে বড় বিয়ের আসর অনুষ্ঠিত হয়েছে। ইস্টার সানডে উপলক্ষে এদিন একসঙ্গে কয়েক শত কনের গণবিয়ে সম্পন্ন হয়। 

১৯৬২ সালে প্রতিষ্ঠিত ইন্টারন্যাশনাল পেন্টিকস্ট হলিনেস চার্চের উদ্যোগে প্রতি বছর তিনবার এমন গণবিয়ের আয়োজন করা হয়। এর মধ্যে ইস্টার সানডে, ডিসেম্বর এবং সেপ্টেম্বরে এই বিয়ে হয়ে থাকে।

বিয়ে অনুষ্ঠানের পর সরকারি এক নারী কর্মকর্তা লেবোগিলে মামাতেলা (৩৮) জানান, আমি খুশি। তিনি একজন পুরুষের দ্বিতীয় স্ত্রী হিসেবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। বিয়ের আগেই তিনি তার হবু স্বামীর সন্তানের মা হয়েছেন।

ডেইলি মেইলের খবরে বলা হয়, দক্ষিণ আফ্রিকায় এই চার্চটিতে নেতৃত্ব নিয়ে অনেক দিন ধরে ক্ষোভ আছে। তা থেকে নিস্তার পাওয়ার জন্য সেখানে সবচেয়ে বড় এই গণবিয়ের আয়োজন করা হয়। 

২০১৬ সালে এই চার্চের নেতা গ্লেটন মোডিজ মারা যান। তারপর থেকে এর দখল নিয়ে উত্তরাধিকার দাবি করে লড়াই চলছে তিন ভাইয়ের মধ্যে। ২০২০ সালে এই চার্চে অন্য একটি জমায়েতের সময় সেখানে গুলি করা হয়। তাতে কমপক্ষে ৫ জন নিহত হন। 

শেয়ার করুন