নোঙরের আঘাতে তুরাগ নদীর নিচে স্থাপিত গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার পর মেরামতকালে পাইপে পানি ঢুকে পড়ায় রাজধানীতে গ্যাসের সংকট আরও ভয়াবহ আকার ধারণ করেছে। শীতকালীন সংকটের মধ্যেই নতুন এ সমস্যায় চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, মালবাহী একটি ট্রলারের নোঙরের আঘাতে আমিনবাজার এলাকায় তুরাগ নদীর তলদেশে অবস্থিত বিতরণ গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। বুধবার থেকে গ্যাসের চাপ কমিয়ে পাইপলাইন মেরামতের কাজ শুরু করা হয়। তবে মেরামতকালে পাইপে পানি ঢুকে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
শুক্রবার তিতাস গ্যাস এক বিজ্ঞপ্তিতে জানায়, সমস্যার সমাধানে কর্তৃপক্ষের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।
পাইপলাইন লিকেজের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে গাবতলী থেকে আসাদগেট, মোহাম্মদপুর, বসিলা, লালমাটিয়া, ধানমন্ডি ও আশপাশের এলাকায়। বুধবার থেকেই এসব এলাকায় গ্যাসের চাপ উল্লেখযোগ্যভাবে কমে যায়। ছুটির দিনে পরিস্থিতি আরও অবনতি হওয়ায় ভোগান্তি বেড়েছে বহুগুণ।
মোহাম্মদপুরের বাসিন্দা মো. শাহজাহান বলেন, ‘রাতে সামান্য গ্যাস থাকলেও আজ সারাদিন চুলায় গ্যাস নেই। বাধ্য হয়ে বাইরে থেকে খাবার কিনে আনতে হয়েছে।’
ধানমন্ডির বাসিন্দা শাহাদাত হোসেন বলেন, ‘চুলায় গ্যাস নেই বললেই চলে। উপায় না পেয়ে ইলেকট্রিক চুলায় রান্না করেছি।’
দ্রুত মেরামত শেষ করে স্বাভাবিক গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী গ্রাহকরা।

