নওগাঁ সদর উপজেলার ইলশাবাড়ী গ্রামে রিমু আক্তার (১৭) নামের এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রিমু আক্তার ইলশাবাড়ী গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে এবং রাণীনগর মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের পক্ষ থেকে তার অপছন্দের এক ছেলের সঙ্গে বিয়ে নিয়ে আলোচনা চলছিল। বিষয়টি নিয়ে বাবা-মায়ের সঙ্গে মনোমালিন্য হলে রিমু মানসিকভাবে ভেঙে পড়ে। সোমবার সকালে খাবার খাওয়ার পর বাবা-মা কাজে বাইরে গেলে, একপর্যায়ে সে ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়।
দুপুর সাড়ে ১২টার দিকে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে রিমুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাদের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ মডেল থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

