২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০২:২২:১১ অপরাহ্ন
গোদাগাড়ীতে পদ্মার ভাঙ্গন থেকে রক্ষা পেতে মানববন্ধন
  • আপডেট করা হয়েছে : ০৬-০৯-২০২২
গোদাগাড়ীতে পদ্মার ভাঙ্গন থেকে রক্ষা পেতে মানববন্ধন

বৃষ্টিতে ভিজে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নদী ভাঙ্গন থেকে ৫ টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষকে রক্ষা ও বাঁধ রক্ষায় স্থায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলা রাজাবাড়ী হাট এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এই মানববন্ধন করে এলাকাবাসী।

মানববন্ধনে ভাঙ্গনকবলের মুখে পড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গোদাগাড়ী উপজেলার নিমতলা, চকপাড়া, খারিজাগাঁতী, বাদলবারই পাড়া, আলীপুর ৫টি গ্রামের ১০ হাজার মানুষ গত দুই বছর থেকে পদ্মার অব্যহত ভাঙ্গনের ফলে চরম ক্ষতির মধ্যে পড়েছে। নদীভাঙ্গনের ফলে ফসলি জমি, স্কুল-কলেজ, মাদ্রাসা, মসজিদ-মন্দির, আম-কলাসহ বিভিন্ন ফলজ বাগান নদীর পেটে বিলিন হয়ে গেছে। বর্তমানে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান বর্তমান বর্ষা মৌসুমে বিলিন হওয়ার সম্ভাবনা রয়েছে। শিশুরা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে পড়তে ভয় করছে। তাই এই এলাকার ভাঙ্গন রোধে দ্রুত স্থায়ী সমাধান ও উদ্যোগ নিতে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডসহ সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

এছাড়াও বক্তারা অভিযোগ করে বলেন, ২ বছর থেকে নদী ভাঙ্গন হচ্ছে কিন্তু পানি উন্নয়ন বোর্ড স্থায়ী কোন ব্যাবস্থা গ্রহণ করে না। তাদের সদিচ্ছার অভাব রয়েছে। এছাড়াও সাময়িক ভাঙ্গন রোধের জন্য যেসব জিও ব্যাগ ফেলা হয় সেগুলোতে তারা দুর্নিতী করে। যে পরিমাণ জিও ব্যাগ বরাদ্দ হয় সেই পরিমাণ কাজ না করে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেয়।

মানববন্ধনে উপজেলার দেওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল, রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামারুজ্জামানসহ বিভিন্ন সুধিজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন