২৭ মার্চ ২০২৩, সোমবার, ০৮:৫৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
চারঘাটে মাদকের টাকার জন্য যুবককে অপহরণ, ভারতের মাদক কারবারিদের মহান স্বাধীনতা দিবস আজ রাজশাহীর গোদাগাড়ীতে নতুন করে ৪২০ টি ভূমিহীন ও গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের বাড়ীর চাবি ও দলিল হস্তান্তর সাঁথিয়ায় ডাক বিভাগের পিকআপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত-২ মাদারীপুরের শিবপুরে বাস খাদে, নিহত ১৭, আহত ৩০ কারাগার থেকে মুক্তি পেলেন চিত্রনায়িকা মাহি তাহেরপুর পৌর আ.লীগের দলীয় পদ থেকে মুনসুর ও মেয়র কালামকে অব্যাহতি রাজশাহী বঙ্গবন্ধু কলেজে ১৭ শিক্ষক-কর্মচারী নিয়োগ ধরে ফেলায় হাজিরা খাতা গায়েব জাতির পিতার মানবিকতা ও মানুষের প্রতি দরদ শিশুকালেই জানা গেছে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা
বাগমারায় আ’লীগ নেতার ভাইয়ের মৃত্যুতে এমপির শোক প্রকাশ
  • আপডেট করা হয়েছে : ০৬-০৯-২০২২
বাগমারায় আ’লীগ নেতার ভাইয়ের মৃত্যুতে এমপির শোক প্রকাশ

রাজশাহীর বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওবায়দুর রহমান টিংকু মোল্লার মেজো ভাই সাজ্জাদুর রহমান মিন্টু মোল্লা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সাজ্জাদুর রহমান মিন্টু মোল্লার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

মঙ্গলবার ভোর রাত ৩ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৫৫ বছর। সোমবার রাতে হঠাৎ করে সাজ্জাদুর রহমান মিন্টু মোল্লার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে স্ত্রী, সন্তান সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের গ্রামের বাড়ি গনিপুর ইউনিয়নের মোহনগঞ্জ গ্রামে। বিকেল ৪ টায় মোহনগঞ্জ মাদ্রাসা মাঠে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

সাজ্জাদুর রহমান মিন্টু মোল্লার বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এমপি এনামুল হক।

শেয়ার করুন