১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ০৮:০০:১০ পূর্বাহ্ন
দুর্গাপুরে বিনামূল্যে চাষীদের মাঝে পাটবীজ, রাসায়নিক সার ও কীটনাশক বিতরণ
  • আপডেট করা হয়েছে : ০৭-০৯-২০২২
দুর্গাপুরে বিনামূল্যে চাষীদের মাঝে পাটবীজ, রাসায়নিক সার ও কীটনাশক বিতরণ

আর নয় বিদেশী পাট বীজ দেশেই তৈরি হবে উন্নত পাট বীজ । এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুরে বস্ত্র ও পাট মন্ত্রনণালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় চলতি মৌসুমে তালিকাভুক্ত নাবী পাটবীজ উৎপাদনকারী চাষীদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও রাসায়নিক সার এবং কীটনাশক বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার সভাপতিত্বে ও উপসহকারী পাট উন্নয়ণ কর্মকর্তা রুবেল রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা পাট উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ অজিত কুমার রায় ও উপজেলা কৃষি অফিসার রাজিয়া সুলতানা।

এ সময় পাট চাষের জন্য আগ্রহী কৃষকদের মাঝে এক একর জমির জন্য ৪৪ কেজি ইউরিয়া, ৩০ কেজি টিএসপি, ৮ কেজি এমওপি, ৪০ কেজি জিপসাম এবং প্রতি ১০ শতাংশে ৫০ মিঃলিঃ কীটনাশক বিতরণ করা হয়।

পর্যায়ক্রমে তালিকা ভুক্ত আগ্রহী ৩০০ জন কৃষকদের মাঝে মোট ৩০ একর জমির জন্য ৬০কেজি নাবী পাট বীজ বিনামূল্যে বিতরণ করা হবে বলে জানান উপ-সহকারী পাট উন্নয়ণ কর্মকর্তা রুবেল রানা।

শেয়ার করুন