১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৮:১৯:৫০ পূর্বাহ্ন
বাগমারায় অপহরণ মামলায় বাবা ও ছেলে গ্রেপ্তার
  • আপডেট করা হয়েছে : ২২-০৯-২০২২
বাগমারায় অপহরণ মামলায় বাবা ও ছেলে গ্রেপ্তার

স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে রাজশাহীর বাগমারা থানার পুলিশ এক এসএসসি পরীক্ষার্থী ও তার বাবাকে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে অপহৃত স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো, এসএসসি পরীক্ষার্থী রবিউল ইসলাম (১৫) ও তার বাবা জোনাব আলী (৫০)। রবিউল ইসলাম উপজেলার চক মহব্বতপুর উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

বাগমারা থানার পুলিশ সূত্রে জানা যায়, রবিউল ইসলাম সম্প্রতি একই এলাকার অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে। প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে তুলে নিয়ে যায়। অজ্ঞাত স্থানে ছাত্রীকে রাখা হয়। এই ঘটনার পর ছাত্রীর পক্ষে বাগমারা থানায় অপহরণ মামলা করা হয়। মামলার প্রেক্ষিতে গত বুধবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে রবিউল ইসলাম ও তার বাবা জোনাব আলীকে পুলিশ গ্রেপ্তার করে।

তাঁদের বাড়ি থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে পুলিশ। দুপুরে গ্রেপ্তার হওয়া বাবা ও ছেলেকে আদালতের মাধ্যমে কারাগারে এবং স্কুলছাত্রীকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, আসামিদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। উদ্ধার হওয়া অপহৃত স্কুলছাত্রীর বিষয়ে আদালত সিদ্ধান্ত নিবেন।

গ্রেপ্তার হওয়া রবিউল ইসলামের পরিবারের সদস্যরা জানান, সে চক মহব্বতপুর উচ্চবিদ্যালয়ের মানবিক শাখার ছাত্র। ওই বিদ্যালয় থেকে এবার সে এসএসসি পরীক্ষা দিচ্ছে। তবে বৃহস্পতিবার গণিত পরীক্ষায় অংশ নিতে পারেনি সে।

বাগমারা থানার ওসি রবিউল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া আসামি রবিউল ইসলামের এসএসসি পরীক্ষার্থীর বিষয় নিশ্চিত করে বলেছেন, এজাহারে তার বয়স ১৬ বছর দেওয়া আছে। এছাড়াও সে অপরাধী। এই কারণে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন