১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৯:৪১:৩৬ পূর্বাহ্ন
রোমানার দুর্দান্তে বোলিংয়ে ৮২ রানে গুটিয়ে গেল থাইল্যান্ড
  • আপডেট করা হয়েছে : ০১-১০-২০২২
রোমানার দুর্দান্তে বোলিংয়ে ৮২ রানে গুটিয়ে গেল থাইল্যান্ড

শিরোপা ঘরের মাঠেই রেখে দিতে এবার নিজেদের আঙিনায় নেমেছে বাংলাদেশের মেয়েরা।  প্রথম ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হয়েছে নিগার সুলতানার দল।

সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। 

টসে হেরে এশিয়া কাপের মিশন শুরু করে বাংলাদেশ।  তবে ফিল্ডিং পেয়ে দারুণ বল করেছে বাংলাদেশ।

জাহানারা-রোমানাদের দুর্দান্ত বোলিংয়ে পুরো ২০ ওভার খেলতে পারেনি থাইল্যান্ড।  ২ বল বাকি থাকতেই মাত্র ৮২ রানে গুটিয়ে গেছে থাইল্যান্ডের ইনিংস।

সর্বোচ্চ ২৬ রান এসেছে টপঅর্ডার ব্যাটার পানিথা মায়ার ব্যাট থেকে।  দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ বলে ২০ রানে করেছেন ওপেনার নাথাকা চানথাম।  এরপর আরও দুজন ছাড়া বাকিদের কেউ দুই অংকের ঘরেই পৌঁছুতে পারেননি।

বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন বাংলাদেশের রোমানা আহমেদ।  ৩ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৯ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন তিনি।  দুটি করে উইকেট পেয়েছেন নাহিদা, সানজিদা ও সোহেলি।  সালামা খাতুন একটি উইকেট পেয়েছেন।

শেয়ার করুন