২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৩:৪৬:৪৩ অপরাহ্ন
যে কোনো দিন বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা
  • আপডেট করা হয়েছে : ০২-১০-২০২২
যে কোনো দিন বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা

যে কোনো দিন বিদ্যুতের পাইকারি পর্যায়ে নতুন দাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান আবদুল জলিল।  এ বিষয়ে কাজ চূড়ান্ত পর্যায়ে আছে বলে জানিয়েছেন তিনি।  



আবদুল জলিল বলেন, গত ১৮ মে বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর আবেদনের গণশুনানি হয়েছিল। গণশুনানিতে বিদ্যুতের দাম প্রায় ৫৮ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছিল বিইআরসির টেকনিক্যাল কমিটি। আইন অনুযায়ী ৯০ কার্যদিবসের মধ্যে রায় ঘোষণা করতে হবে।


তিনি বলেন, আমরা নির্ধারিত সময়ের মধ্যেই দাম ঘোষণা করব। ৫০-৬০ পৃষ্ঠার একটা রায়, প্রতিটি শব্দ দেখে দিতে হয়। এ জন্য একটু সময় লাগছে। রায় ঘোষণার কাজটি ফাইনাল স্টেজে আছে।  


বিইআরসির আগামী ১৩ অক্টোবরের মধ্যে বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর বাধ্যবাধকতা রয়েছে।

শেয়ার করুন