২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৭:৩৩:১২ অপরাহ্ন
নৌকা ছাড়া সব প্রার্থীর ভোটবর্জন
  • আপডেট করা হয়েছে : ১২-১০-২০২২
নৌকা ছাড়া সব প্রার্থীর ভোটবর্জন

অনিয়মের অভিযোগ এনে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী ছাড়া একযোগে চার প্রার্থী ভোটবর্জন করেছেন। 

ভোটগ্রহণের সাড়ে তিন ঘণ্টা পর বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সাঘাটা উপজেলার বগেরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এক সংবাদ সম্মেলনে একযোগে ভোটবর্জনের ঘোষণা দেন তারা।

চার প্রার্থী হেলেন— জাতীয় পার্টি থেকে এইচএম গোলাম শহীদ রঞ্জু লাঙল প্রতীক, বিকল্পধারার প্রার্থী জাহাঙ্গীর আলম কুলা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ আপেল প্রতীক ও মাহবুবুর রহমান ট্রাক প্রতীক। তবে ভোটের মাঠে ছিলেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রতীকের প্রার্থী মাহমুদ হাসান রিপন।

এদিকে বুধবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এক সংবাদ সম্মেলনে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন বন্ধ ঘোষণা করেন।

এর আগে সকাল ৮টায় সাঘাটা উপজেলার ৮৮ ও ফুলছড়ি উপজেলার ৫৭ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।

শেয়ার করুন