২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৯:০৭:০১ অপরাহ্ন
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই, শনাক্ত ২১৬
  • আপডেট করা হয়েছে : ২১-১০-২০২২
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই, শনাক্ত ২১৬

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কারো মৃত্যু হয়নি।এই সময়ে ২১৬ জনের শরীরে করোনা ধরা পড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কেউ মারা না যাওয়ায় এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪১১ জনেই অপরিবর্তিত রয়েছে।

আর নতুন ২১৬ জনকে নিয়ে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৩ হাজার ৬৬২ জনে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৬৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৬৮০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৮৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৯ শতাংশ।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৮৮ জন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৬ হাজার ৯৭৩ জন।

শেয়ার করুন