০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:১৬:৫২ অপরাহ্ন
যে কারণে সাকিবকে একহাত নিলের শেবাগ
  • আপডেট করা হয়েছে : ০৩-১১-২০২২
যে কারণে সাকিবকে একহাত নিলের শেবাগ

অ্যাডিলেড ওভালে ভারতের কাছে বাংলাদেশের হার, দেশটির সাবেক ক্রিকেটার বীরেন্দ্র শেবাগের কাঠগড়ায় টাইগার কাপ্তান সাকিব আল হাসান। শেবাগ মনে করেন, অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানে ধরে খেলা উচিত ছিল। আর সাকিব যেহেতু তেমনটা করতে পারেননি, তাই তার বড় বড় কথা বলা উচিত নয় বলেও মনে করেন ভারতের এই সাবেক ওপেনার।

এই ম্যাচের টার্নিং মোমেন্টে সাকিব তিনে নেমে ১২ বলে ১৩ রান করেন। সাকিবের এমন কাণ্ড মোটেও পছন্দ হয়নি শেবাগের।

শেবাগ বলেন, ‘অধিনায়কের দায়িত্ব নেওয়া উচিত ছিল। শান্ত (আফিফ) আগে আউট হয়েছে, সাকিবও একই ওভারে আউট হয়েছে। তারা দ্রুত তিনটি উইকেট হারিয়েছে। অথচ একটা জুটি হলে…এমন নয় যে ৫০ রানের জুটি গড়তে হতো। টি–টোয়েন্টিতে ১০ বলে ২০ রানের জুটিও ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।’

শেবাগের ভাষ্য, সাকিব আল হাসানের উচিত ছিল বিরাট কোহলির মতো শেষ পর্যন্ত খেলা। তিনি বলেন ‘আমার মতে, অধিনায়ক ভুল করেছে। সে তো অভিজ্ঞ, কোহলির মতো দায়িত্ব নিয়ে শেষ পর্যন্ত খেলা উচিত ছিল। দলকে বিপদমুক্ত করা উচিত ছিল, সেটি যেহেতু পারেনি তাই ফালতু কথা বলা উচিত নয়।’

শেয়ার করুন