২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১০:২২:৫৬ অপরাহ্ন
বিদেশ যেতে দেওয়া হয়নি নারায়ণগঞ্জের আলোচিত কাউন্সিলর খোরশেদকে
  • আপডেট করা হয়েছে : ০৫-১১-২০২২
বিদেশ যেতে দেওয়া হয়নি নারায়ণগঞ্জের আলোচিত কাউন্সিলর খোরশেদকে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) আলোচিত কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ স্ত্রীর চিকিৎসার জন্য থাইল্যান্ড যেতে চেয়েছিলেন।

তাকে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৯টায় একটি ফ্লাইটে ঢাকা ছাড়ার কথা ছিল খোরশেদ ও তার স্ত্রীর। তাদের বিমানবন্দরে দীর্ঘ সময় বসিয়ে রেখে পরে যেতে দেওয়া হয়নি।

খোরশেদের ভাতিজি এবং সুপ্রিম কোর্ট আইজীবী ফোরামের ঢাকা বিভাগীয় ইউনিটের সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মারিয়াম খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এটি চরম অমানবিক। আমার চাচির চিকিৎসার জন্য থাইল্যান্ডের একটি হাসপাতালের চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ছিল।

শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের ব্যক্তি প্রতিহিংসা চরিতার্থ করার কারণে তাদের চিকিৎসা সেবার জন্য বাইরে যেতে দেওয়া হয়নি।

উল্লেখ্য করোনাকালে লাশ দাফন এবং বিভিন্ন সামাজিক  কর্মকাণ্ডে জন্য নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ দেশে-বিদেশে বেশ আলোচিত ও প্রশংসিত হয়েছিলেন।

তাকে এলাকাবাসী করোনা-বীর হিসেবে আখায়িত করেছিলেন দেশবাসী। করোনা রোগীদের সেবা দিতে গিয়ে তিনি সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন অনেক দিন।

শেয়ার করুন